সে রাতে রজনীগন্ধাও এসেছিল নিথর নিঃসঙ্গ বিছানায়,
এসেছিল রক্তজবা গোলাপ হলুদগাঁদাও।
এসেছিল কিছু বকুল আর সুঁতোয় বাধা কাগজের ফুল।
অর্ধশশী ঝুলেছিল কালবোশাখের নিঝুম রাতে,
মেঘেরা ডানা মেলেছিল মৃদু পবনে,
পূর্ণিমার পূর্ণশশী যেন নেমেছিল ভাঙা ঘরে।

নিগূঢ় শৃঙ্খলে বদ্ধছিল মুক্ত দুটি বিহগ,
কুমারীর লজ্জা লুটেছিল নির্মল পরিমল,
যেন প্রদীপ্ত দুটি নক্ষত্র গলে গলে মিশেছিল একই মোহনায়।
        
রচনাকালঃ০২/০৫/২০১৫ ইং