কোন একদিন,
মাথায় হাত বুলাতে গিয়ে কাঁচা চুলের আঁড়ে
যদি পেতে একটিও পাকা চুল
তরিঘরি করে তুলে দিতে।
দুচোখের অশ্রূগড়িয়ে বুকে জড়িয়ে বলতে-
'কোনদিন তোমায় বুড়ো হতে দেব না,
কোনদিন তোমায় মরতে দেব না,
তুমি থাকবে আজন্ম কুমারী এ বুকের প্রস্রবণ হয়ে,
চির নিবিড় আলিঙ্গনে'।
লামিয়া, এসে দেখে যাও
আমি আজো আছি তোমার সেই প্রতীক্ষিত স্বপ্ন হয়ে।
শুধু মাথায় একগুচ্ছ পাঁকা চুলের রাজত্ব,
কোথায় তুমি ? কোথায় তোমার সেই প্রতিশ্রুত স্বপ্ন ?
(সংশোধিত )