শুরু করিলাম,
পরম করুণাময় আল্লাহর নামে,
অসীম অদ্বিতীয় যিনি,এ ধরাধামে।
আশ্রয় যাচি হে প্রভূ, তোমারি দ্বারে,
সকল কুমন্ত্রণা অনিষ্ট হতে রক্ষো মোরে।
রক্ষো মোরে 'খান্নাস 'হতে,
কুমন্ত্রণা দেয় যে, মানুষের অন্তরে,
লোকায়িত থেকে জীন ও মানুষের অভ্যন্তরে।।
---০---