বিপদ তুমি অনেক মহান,
তুমি এলে খুঁজে পাই,
প্রকৃত বন্ধুর সন্ধান।
সুসময়ে আমায় যাঁরা, করতো জড়াজড়ি,
তুমি এলেই পালায় তাঁরা,
না থাকলে কড়ি।
তুমি বিহীন এ ধরাতে, বন্ধুচেনা দায়,
বিপদ তুমি কষ্ট দিলেও,
নমিঃ তোমার পায়।
অর্থ কড়ির মোহে যারা,বাসতো মোরে ভালো,
তুমি এলেই আঁধার চোখে,
খুলে যায় আলো।
নকল সোনার ছড়াছড়ি, এ অবনী ভরি,
তুমি এলে আসল সোনা,
সবাই চিনতে পারি।
কার মুখে মধুমাখা,কার মুখে বিষ,
তুমি এলেই সন্ধান মেলে,
মেলে তারই হদিস।
চোখের কাঁটা ভেবে যারে,রেখেছিলেম ফেলে,
তুমি এলে দেখি তারই,
নয়নভরা জলে।
বিপদ তুমি আলোর প্রদীপ, অন্ধকার এ মহীতে,
খুলে দাও মিথ্যার মুখোশ,
বন্ধু চিনতে।
ধন্য তুমি পূর্ণ তুমি, তুমিই মহীয়ান,
তোমার তরে খুঁজে পাই,
প্রকৃত বন্ধুর সন্ধান।
------