প্রেমো বিষে বিষম জ্বালা,
দেববাস বিচ্যূত নিরয় চলা,
এপিট ওপিঠ দু'পিঠ পুড়ে,
মুখে কভু যায় না বলা।
আষীবিষ ভাঁটি চলে,
প্রেমো বিষে হৃদয় জ্বলে,
একূল ওকূল দু'কূল ভাসে,
গঞ্জনার বিষাদ জলে।
----