ভালবাসা রে,
কত দ্বন্দ্ব সংঘাত, বৃথা রক্তপাত,
কত বিরহী চিতার তান,
কত স্বর্গসুধা অম্লান,
সবই তোরই তরে,
অনন্তকাল ভরে।
ভালবাসা রে,
কত তপ্ত অশ্রুধারা,
কত মৃদু রুমাঞ্চ দিশেহারা,
কত বসন্ত,
কত শ্রাবণ,
কত উত্থান,
কত পতন,
যুগ হতে যুগান্তরে,
শুধুই তোরই তরে।
ভালবাসা রে,
কত আপন হয় শত্রু,
কত পর হয় মিত্র,
কত অজেয় হয় জয়,
কত পাষন্ড উদারতাময়,
কত দুর্গম, সুগম হয়,
এ জগত সংসারে,
শুধুই তোরই তরে।
ভালবাসা রে,
কত দুঃষহ যন্ত্রণা,
কত কুচক্রী মন্ত্রণা,
ম্লান হয় চিরতরে,
শুধুই তোরই তরে।
তুই যে মহা পবিত্র,স্রষ্টার শ্রেষ্ঠ উপহার,
তোর প'রে ভিত্তি করে,
সাজানো সংসার।
মানুষ মরে যায়,
স্মৃতিও ঝরে যায়,
শুধু মরে না তার স্বপ্ন আশা,
চিরস্থায়ী প্রাণবন্ত থাকে,
পবিত্র ভালবাসা।
---০---