এলেন নবী এ ধরাতে, রহমতের বাণী নিয়ে,
চন্দ্র সূর্য সবাই খুশি সেই ফুলেরি,
সুবাস পিয়ে।...(২)
আকাশ বাতাস তরুলতা,
সবই আজি বলছে কথা।...(২)
চাতক আজি তৃষ্ণা মিটায়,
রাসূল নামের সুধা পিয়ে।
এলেন নবী...........................নিয়ে।
পশু পাখি সাগর নদী,
গাইছে তারা নিরবধি।...(২)
পাপীর পাপ তাপ মুছন হইল,
লা ইলাহা মুখে নিয়ে।
এলেন নবী......................... নিয়ে।.. (ঐ)
----০----