হে প্রভূ যত পাপ করেছি,
হয়ত ফেরাউন, নমরূদ, ইয়াজিতকে
যাই নি পেরিয়ে,
হয়তো বা আব্রাহা, লাহাব, সাজ্জাত কেও।
অন্তরে তো বদ্যমূল,
"লা শারিক আল্লাহ,
লা ইলাহা ইলেল্লাহ"।
হয়ত জেনে শুনেও করি পাপ কর্ম,
তবুও তো মেনেছি,
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্ম।
সত্যের পথে কিঞ্চিত হলেও তো চলি,
দশটি মিথ্যার মাঝে,
একটি তো সত্য বলি,
তারই উছিলায় ক্ষমো আমায়।
না হয়,
একাই জ্বালাও মোরে,
সেই নরকের কীটদের সনে
অনন্তকাল,
ফেরদাউস দাও সকল মানবে।
দাও ইহলোক পরলোকের,
সর্বোচ্চ সিংহাসন।
----০----