ওহে প্রেমী,
অবলার মনোহরণী।
কোমল হৃদে একদিন ঢেলেছিলে,
ভালবাসার গলিত সিমেন্ট,
গড়ে তুলেছিল স্বপ্নের মস্ত ইমারত,
আজি সেথায় অবরুদ্ধ,
এই আমি।
আর তুমি আমায় ভুলে প্রজাপতি হয়ে,
সুবাস নাও অন্য ফুলে।
ভালবাসার প্রহসনে ডুবে ডুবে,
এ জীবন আজি বিলীনের সীমানায়,
কংক্রিটের চার দেয়ালে তবুও,
অবরুদ্ধ প্রতীক্ষায়।
---০----