আমার দেয়া ডাইরীটার পাতায় পাতায় লেপ্টে আছে,
তোমার স্মৃতিগুলো।
তুমি সেলফোনে বলেছো সেদিন,
সেগুলো নাকি প্রদীপের মত জ্বরতে শিখেছে !
না না, ডায়রীর পাতাগুলো ভুলেও আর খুলো না,
যদি তা জ্বলে উঠে,
তবে যে তোমার সুখের প্রদীপ নিভে যাবে।
পার তো, ভাল করে ধুয়ে নিও পুরানো স্মৃতিদাগ,
দামী ডিটারজেন্টে।
ঠোঁটে, কপোলে মেখে রেখো সজীবতার ক্রীম,
আমার ঠোঁটের পরশ মুছে নিতে।
সে যেন কভু বুঝতে না পায়,
তোমার কতটা গভীরে ছিলেম আমি।
পার তো উনুনে জ্বালিয়ে দিও ডায়রীটা,
না হয় তোমার ঘরেই উনুন জ্বলবে একদিন।
যেখানে আমি নেই আমার ভালবাসা নেই,
সেখানে, ডায়রীটাও বেমানান।
তুমি না বলেছিলে,
সব ভুলে মু্ছে নতুন হয়েছো তুমি ?
তবে কেন স্বযতনে ডায়রীটা ?
আমিও বেশ ভালই আছি,
বিছানায় সদা সঙ্গী জ্বলন্ত এক বহ্নিকুন্ড।
-----০-----