হে অনন্ত অসীম প্রভূ, সর্বময় স্রষ্টা,
নিখিল ব্রাহ্মন্ডের অধিপতি,
আদি অনাদি সর্বদ্রষ্টা।
তোমার করুণা যাচি, শির করিয়া নত,
ক্ষমো মোর সকল কসুর,
গুনাহ্ যত শত।
হে প্রভূ যেন কভু, ভ্রান্ত পথে নাহি চলি,
রাখিও সদা মোরে, রহমতের ডোরে,
সদা সত্য বচন যেন, বদনে বলি।
কভু যেন নাহি করি, অপরের অনিষ্ট,
মম কর্মে কেহ যেন,
নাহি পায় কষ্ট।
রাসূলের সত্য সুপথ যেন করি, সদা অনুসরণ,
মানবের কল্যাণে, সত্য ন্যায় বচনে,
হয় যেন মরণ।
পথে তুলিয়া নিও কভু, হইলে পথভ্রষ্ট,
হেলায় সময় যেন,
নাহি করি নষ্ট।
হে অন্তর্যামী, ইহলোক পরলোকের অধিপতি,
সুখে দুখে জ্ঞানে অজ্ঞানে,
বক্ষে মোর দীপ্ত রাখিও , প্রেমময় নূরের জ্যোতি।
চিরকালই ন্যায়ের পথে, অটল রাখিও মোরে,
আজীবন যেন মগ্ন থাকি,
মানব প্রেমের ডোরে।
যেপথ ভ্রান্তিতে ভরা,চির অভিসম্পাত,
সে পথে নিও না মোরে,
ক্ষমো অপরাধ।
মানব প্রেমই হয় যেন মোর, চিরন্তন ব্রত,
মানব প্রেমে, তোমারি ধ্যানে,
থাকি যেন সদা রত।

        -----০------

"আজ ২৬ তম জন্মদিন, আমার দ্বারে,
আমার তরে দোয়া রাখিবেন,
নিমন্ত্রণ রইলো সবারে।""
সকল কবিবন্ধুদের প্রতি শুভেচ্ছা রইল।
(আলোচনা আসরে একটি ছোট্ট পোস্ট আছে, ঘুরে আসার আমন্ত্রণ রইল।)