কে গো তুমি,
মোর খোলা বাতায়নের পাশে ?
পড়ন্ত বিকেলে, উড়ন্ত চুলে,
এক চিলতে মিষ্টি হাসি, টোলপরা গালে,
উঁকি দিয়ে যাও বারেবারে,
বাতায়নের গ্রিল ধরে।
যেন পাহাড়িয়া ঢল নামা রূপের বন্যা লয়ে,
শুভ্র ডানায় উড়াউড়ি খেলে যাও,
মৃদু মলয়ে।
যবে মোর পু্ষ্পকানন মলিন হয়,
পড়ন্ত বিকেলে,
তুমি এসে রূপের বন্যায় সজীবতা দাও কূলে।
কে গো তুমি, ওহে কপোতী ?
আমার মন মিলেছে বুঝি, তোমার মনে,
যেথা খুশি উড়ে যাও,
আমায় নিবে কি সনে ?
দু'জন মিলে ধানখাবো,
গান গাবো,
প্রাণ জুড়াবো।
বিকেলের মিঠে রোদ হার মানে,
তোমার সুদন্তা হাসিতে,
উড়তে বাঞ্ছা জাগে মৌনতা নাশিতে।
বাতায়নের পাশে কখন আসবে তুমি,
এ গভীর নিশীতে,
তন্দ্রাহীন আমি।
আজ ভেঙে দিয়েছি সকল গ্রিল,
উড়ে এসে বসো যদি, এ মনের বাতায়নে,
শিকলপরা এ দূর্গভেদী,
উড়ে যাবো তোমার সনে।
----০----