তড়িৎবহা ঝটিকা হয়ে, তুমি এসেছিলে আমার ভূবণে,
খরস্রোতা তীক্ষ্ণ বহতা ছিল,
তোমার উন্মাদ যৌবনে।
কোন এক মনিবের লাটাই ভেঙ্গে ছুটে পালানো,
দুরন্ত ঘুড়ি ছিল আমার মন।
তোমার মনের পাড়ের রসাল বৃক্ষে আটকে,
খানিক সুঁতোয় প্রাণপনে উড়েছি,
কতযুগ হতে যুগান্তর।
তোমার প্রেমাকর্ষে ঝটিকা প্রবাহে,
সেটুকুও ছিঁড়ে গা ভাসিয়েছি,
যৌবন স্রোতে,
মিশতে চেয়েছি তোমার মোহনায়।
ঝটিকা প্রেম আর খরস্রোতের পেষণে,
আজ বড্ড ক্লান্ত আমি।
বুঝে গেছি আজ,
ঝটিকা প্রেম আর খরস্রোতা যৌবন,
লক্ষ্যে পৌঁছায় না কভু, ভাসাতেই জানে আজীবন।
-----০-----