সুগন্ধী পুষ্পটি,
কে না ভালবাসে ?
কণ্টক দলে তুলে এনে,
প্রিয়ার কপোল ছুঁয়ে প্রণয় বিনয়।
না হয় খোঁপাতে,
না হয় সুদীঘল বেণীতে,
স্ব আদর মেখে না হয় স্মৃতির পাতায়।
কিন্তু কখনো কি শুনেছো মূলের আকুতি,
শিকড়ের আর্তনাত,
শাখায় শূন্যতার হাহাকার ?
রুক্ষ মৃত্তিকা শুষে গড়েছিল পুষ্পটি,
অক্লান্ত শ্রম বৃন্ত শাখা পত্র পল্লবের।
কখনো বুঝতেও চাও নি তা।
সুবাসটুকু নিয়ে হয়ত ছুড়ছো নর্দমায়,
একবারও ভাবনি শূন্য বৃক্ষের আকুতি,
আমায় করেছো তুমি, ঠিক তেমনি।
এ বুকে শূন্যতার হাহাকার,
তবুও ধন্য আমি,
কখনো তো ছিলেম শুধুই তোমার !
---০---