হে জনসবিতা,
রৌদ্র ছড়াও রৌদ্র, বিস্ফোরিত রৌদ্রতা।
স্বাধীন বঙ্গাকাশে আজ জীর্ণতার কালোমেঘ,
অন্যায়ের কুজ্ঝটীকা,
দুর্নীতির ধুম্র কুন্ডলী,
দিক বিদিক সুদ ঘুষের আদ্র প্রবাহিতা,
মিথ্যার বজ্রপাতে,
স্তম্ভিত সত্য,
অবিচার ব্যভিচার,
যৌতুক কুসংস্কার,
বেকারত্বের দীর্ঘশ্বাস,
অসাম্য দ্বন্দ্ব সংঘাত,
প্রতিহিংসার রাজনীতি,
ধোঁকাবাজের রংধনু ছেয়েছে পুরো নীল।
কালের কলস উল্টে জীর্ণতায় ঢেকেছে,
স্বাধীন আকাশ !
জাগো জাগো হে জনতা,
তেজস্বী ভানুর ন্যায়, দুর্বার যৌবনতায়,
বিস্ফোরিত রৌদ্রতায়।
ঝলসে দাও, পোড়িয়ে দাও,
সকল জীর্ণতা,
স্বাধীন বাংলার মুক্তাকাশে, উড়ুক ন্যায়ের পতাকা।
----০-----