হয়ত কোন এক,
তিমিরাছন্ন মহাকালের পিচ্ছল গুহায়,
নয়তো কোন স্বর্গ কাননে,
নিষুপ্ত কাটিয়েছি যুগ হতে যুগান্তর,
শতাব্দী হতে শতাব্দী,
আদি হতে সৃষ্টি।
অতঃপর মোহের নির্যাস হয়ে,
ঝরে পড়ি মাতৃশায়ে।
সেথায় অতি মজবুত গারদে,
চির নিরাপদে হৃষ্টপুষ্ট।
ভেবেছিলেম, এথায় থাকবো আজন্ম,
তব মোহের সুতীব্র টানে,
ঝরে পড়ি মর্তলোকে।
নগ্নপায়ে নগ্নগায়ে,
প্রথম দেখা পৃথিবীর আলো।
ভেবেছিলেম,এখানেই চির মুক্তি,
চির স্বাধীনতার অভয়াশ্রম,
মুক্তির হিল্লোলে উল্লাসিত বুকে,
প্রথম আত্মচিৎকার।
অতঃপর হেরি,
এ মর্তলোক যাতনাময়,
তিক্ততার আবাসভূমি।
অগ্যতাই কালের জীর্ণতা পাপ পূৃণ্য ব্যর্থতা,
কাঁধে লয়ে খুঁজে বেড়াই,
মহাকালের সেই পুরানো ঠিকানা।
---০---