হেলেনের প্রেমে ট্রয় বিধ্বস্ত,সিতার মোহে লঙ্কা,
এ কোন প্রেমের পিনাক বানে,
বাজালে প্রেমের ঢঙ্কা।
আমি তো ফারাও কিবা রাবন ছিলেম না,
রামুস থেইবী, রোমিও জুলিয়েট ছিল,
আমার প্রেম।
তবে কেন বিষণ্নতার দহনে একাই জ্বলবো ?
আমার প্রেম নিরেট সত্য,
ন্যায়ের ব্রহ্মাস্ত্র তাই, প্রহার করেনি আমায়।
তবে এ কোন পিশুন হয়ে,
এসেছিলে মোর প্রেমো রাজ্যে ?
যদি লাইলী হতে চাও,
তবে তোমার কুচক্রী কালনেমীটা সামলাও।
জানি তুমি পারবেনা,
তোমার সুখের পৃথিবী গড়েছো, অন্য প্রান্তে।
সুখেই আছো জানি,
বক্ষের কৃষ্ণ গহ্বরে চেপে রেখে আমার প্রেম।
বিনাশ দেবী তুমি,
প্রেম নেই তোমার বুকে,
মোর সমাধির প'রে প্রাসাদ গড়েও,
থাকবে জানি সুখে।
------০-------