আব্রু বিহীন নির্লজ্জ নারী,
যৌবনের আশ্লেষে করে বাড়াবাড়ি,
নগ্ন সভ্যতার পোশাক পড়ে,
সঢৌল বক্ষ উঁচিয়ে ঘুরে।
অঙ্গের ভঙ্গিতে মানে না নিয়ম,
লাজের পর্দা ছিঁড়ে ওরা,
ঘটায় অনিয়ম।
যৌবনের খরস্রোতে হাদিস লঙ্ঘন করে,
লাঞ্চিত ধর্ষিত হয়,
ওদের কর্মের তরে।
একবার খুলে দেখো, মনের রুদ্ধদ্বার,
পৃথিবীর এপারে আলো,
ওপারে অন্ধকার।
------০------