এ গগনের শশী তুমি, ও গগনের আলো,
জানি না গো সখি আজি,
কাহারে বাসো ভাল।
দুর্গম পথে বিস্তর বাঁধা, অনড় অদ্রিচল,
জানি না গো সখি তুমি,
কাহার পরিমল।
মোর কাননের পু্ষ্প হয়েও, ফুটালেনা ফুল,
ভালবাসার সুনামীতে,
ভাসালে দু'কূল।
পুষ্প বৃষ্টি ঝরাতে এসে, ঝরালে অনল,
পুঁড়ে পুঁড়ে খাক হলো তাই,
মনো বিন্ধ্যাচল।
স্বপ্নের রাজ্যে তুমি যেন, ধূসর নীল পরী,
জানি না কাহার ভূবণ,
রঙে রঙে দিচ্ছো ভরি।
অজস্র প্রহসন স্বপ্ন নিয়ে, এসেছিলে সুপ্তঘরে,
কালো নিদ্রা কেঁটে গেল,
তোমার বিষণ্ন সুরে।
বললে তুমি খুব সহজেই, আমায় যেও ভুলে,
তোমার মনের পু্ষ্পকানন,
সাজাও অন্য ফুলে।
অধরে অধর আর নয়নে নয়ন,
হস্তে হস্ত,
বাহুডোরে আলিঙ্গন।
যেন পু্ষ্পে অলীপ মধু পায়,
ভুলিনি ভুলিনি ভুলিনি সে স্মৃতি,
আর ভুলিনি তোমায়।
বিশটি বছরের জমাট ভালবাসা,
এখনও তোমার তরে,
থরে বিথরে।
এ কেমন ভালবাসা দিলে গো মোরে,
পুষ্পের মধু পুষ্পে শুকায়,
আজি তোমার তরে।
অনন্ত এ ভালবাসা, যদি শুকিয়ে শুকিয়েই মরে,
পরপারেও চাইবো তোমায়,
আগের মতো করে।
-----০-----