করি নাই তোমার পূর্ণ ইবাদত,
ধরি নাই সুপথ,
সামনে মহাবিপদ ,
স্রষ্টা, তুমি বিনে নেই কোন পথ।
তুমি মহামহীমান সর্বশক্তিমান,
অপার করুণার আঁধার,
রহিম রহমান।
তুমি সর্ব জীবের মাঝে,
একক অদ্বিতীয় সাজে ,
খেলছো খেলা এ ব্রাহ্মন্ড ভরে,
তোমার দয়ায় কতো শত্রু,
মিত্র হয়ে গড়াগড়ি করে।
চাইতে জানে যেজন,
তুমি করো তার, সকল বাঞ্ছা পূরণ।
আমি নিরেট মুর্খ,
যতই পাপাচার করি,যতই বিপথে চলি,
তবুও তো মেখেছি গায়ে,
গোলাম নামের ধূলি।
তুমি চির প্রজ্ঞাবান, গাফ্ফার
সেই নামের উছিলাতে,
ক্ষমো মোর পাপের পাহাড়।
-----০----