ফিরে এসো প্রিয়ে,
ব্যর্থতার দ্বার চির রুদ্ধ করে।
ভাবনার অশ্ব অলক্তপদে,
উড়িয়ে যাক দুর্বিনীত বিরহী ধূলি,
এঁকে দাও হিয়ার মাঝে,
বিজয়ের রং তুলি।
ফিরে এসো প্রিয়ে,
নব দিনের নব উল্লাসে মেতে,
উড়ে যাব দিগন্ত হতে,
দূর দিগন্তে,
তোমায় নিয়ে।
ভুলে যাব সকল বিষাদ গ্লানি,
পিছুটানা অভিমান।
জীর্ণ ভালবাসায় রং মেখে,
চলো ফের,
নতুন করে স্বপ্ন সাজাই,
ভুলে যাই সকল বিষণ্ন তান,
মন ভাঙা অভিমান।
---০---