লামিয়া,
সর্বংসহা মৃত্তিকা হয়ে, আজও সয়ে চলেছি,
তোমার অজস্র কষাঘাত।
আমি যেন তোমার মনের কারাগারে,
কোন এক উগ্রপন্থী,
যাকে পুক্ত শিঁকলে আটকে রেখে,
দিনান্তে দিয়ে যাও, বিদ্রোহী বিরহী ছ্যাঁকা।
মধুস্মৃতিগুলি সূক্ষ্ম সূঁচ হয়ে খেঁচিয়ে যায়,
অভাগা লোচন।
তুমি দেখনি কভু,
খন্ডিত হৃদপিন্ডের উগ্র রক্তক্ষরণ,
শ্রবনি কভু মোর বীভৎস আত্মচিৎকার।
প্রতেক্ষ্যই তুমি চলো,অন্যগ্রহের আকর্ষণে
আজও রুক্ষ মৃত্তিকায় চাপা,
আমার ভালবাসা।
রুক্ষ মৃত্তিকার আবরণ চৌচির করে,
যদি বিস্ফোরিত হয় সেই গুপ্ত ভালবাসা,
ভেঙে চুরে বিধ্বস্ত হবে,
তোমার স্বপ্ন প্রাসাদ।
তবুও দ্বীধাহীন কষ্ট, সয়ে যাই অবিরাম
সর্বংসহা মৃত্তিকা হয়ে।
ভেবে যাই, সুখেই থাকো তুমি,
তোমার সুখই যে, আমার সুখ।
----০----