আজি রক্তস্রোতে ধুয়ে যাক সকল অন্যায়
অবিচার গ্লানি,
পূণ্যের সাথে সত্যের পথে হোক কুরবানী।
চির ভ্রাতৃত্বের অমিয় বন্ধনে,
বাঁধা হোক মানব সভ্যতাখানি,
সত্যের পথে প্রিয়বস্তু হোক কুরবানী।
বনের পশু নহে মনের পশু,
কুরবানী হোক আজি কালের হিংস্র জীর্ণতা যত,
সবলে দুর্বলে মিত্রতা হোক,
ঝরে যাক হিংসা ক্ষত।
আজি নহে পশুর রক্তে মাংসে
নৃসংশ হোলিখেলা,
পাপের অদ্রী চূর্ণ হয়ে আসুক, আত্মশুদ্ধির পালা।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক,
বিশ্ব মুসলিম জাতি,
কলুষিত হৃদে জ্বলে উঠুক চির ভ্রাতৃত্বের জ্যোতি।
--------০-------