ভালবাসা কিযে পরম ধন,
কিযে অমূল্য মানিক রতন,
বুঝে না যেজন, অযথাই অকারন,
দিওনা তারে মন,
দিওনা তারে প্রাণ,
অমূল্য যৌবন।
যেজন হেলায় না হয় খেলায়,
ভেঙে দেয় মন,
কাঁচেরী মতন,
দিওনা তারে মন,
দিওনা তারে প্রাণ,
অমূল্য যৌবন,
মনে রেখো তাঁদের পোড়ামাটিতে
গড়া মন।
মন সায়রের তরঙ্গ ভারী,
না জেনে ধরো না পাড়ি,
ডুবাবে সেজন তরী, মাঝ দরিয়ায়,
শুধুই অকারণ,
মনে রেখো তাঁদের পোড়ামাটিতে
গড়া মন।
বাঁধে না যাঁরা হৃদয়ের প্রকৃত বন্ধন,
ছড়ায় না পু্ষ্প চন্দন,
জেনে রেখো তাঁরা, কাঁদাতেই জানে
আজীবন,
মনে রেখো তাঁদের,
পোড়ামাটিতে গড়া মন।
-----০-----