অবশেষে হেরেই গেলাম জীবনের কাছে,
বন্দি হলাম মায়ার
ভ্রমজালে।
সময়ের উত্তাল বীচি ভেঙে দিলো
বাউন্ডালে খেলাঘর,
এবার ডুবার পালা,
তুমি এলে পূর্ণতা নিয়ে।
হিমবাহ ধসে জ্বলন্ত আগ্নেয়ের মৃত্যু !
স্মৃতির মহা অম্বুরাশি,
উন্মাদ জলোচ্ছ্বাসে,
ধুয়ে গেল মনের বিস্তৃর্ন বিরানভূমি।
বাউন্ডালের মাথে সংসার বজ্রপাত,
ব্যস্ত শহরে,
নব আগুন্তক!
একাকিত্বের চির অবসান।
পূর্ণবৃক্ষে নবকলি, বসন্তমেলা,
এবার ফুটিবার পালা।
কাদম্বিনীর এলোপাথারি তাড়িত্বে,
গগণ ধসে যেন,মিশে যাবে
মৃত্তিকায়,
পুরানো স্মৃতির বিরানভূমিতে নব অমরাবতী।
দুখের বিদ্রোহী এটমে পুঁড়ে পুঁড়ে খাক,
এ হৃদয়ের হিরোশিমা -নাগাসাকি,
এথায় ফুটবে কি নবফুল,
যতটা বাঞ্ছায় দু'আঁখি।
----০----