নিচিহ্ন,
পথের প্রান্তরে,
তোমায় খুঁজি অপরাহ্নে,
বিলুপ্ত তুমি অপহত অন্তরে।
নীলিমার শুভ্র কুয়শার সনে,
পবনে হয়েছো প্রহত,
মিশেছো এ মনে,
নিয়ত।
আজি ঘোর নিশীথে দিগন্তের প্রান্তে,
নিমগ্ন উপত্যকায় শমন অন্তে,
নির্বাসিত তোমা তরে এ মন প্রাণ,
তোমারি ক্ষণ স্পর্শে ফিরে পায় তান।
---০---