দাও আমায় প্রেমো ফাঁসি দাও,
ঝুলাও বিভীষিকিময়,
ফাঁসির মঞ্চে,
দুঃষহ যাতনায় হত্যা করো মোরে,
হস্তপদে দাও লৌহ বেড়ী
তবুও বেকসুর খালাস দিও না,
তোমার প্রেমের আদালত হতে।
আমি যে দুর্ধর্ষ ডাকাত,
দিবসের প্রভায় চাক্ষুস জনারণ্যে,
তোমার বক্ষে র গারদ ভেঙে,
মনের তালা ছিঁন্ন করে,
লুটে নিয়েছি,
তোমার পরম ধন।
জ্বালাও, যত ইচ্ছে জ্বালাও মোরে,
জ্বালিয়ে পুঁড়িয়ে মিশিয়ে নাও,
মনের কারাগারে।
আমায় মিশিয়ে নাও তোমার,
মনের মাঝে,
হৃদয়ের ভাঁজে ভাঁজে।
যেন অনন্ত কারারুদ্ধতায় মুক্তির বাঞ্ছা নাই,
আমি যে তোমার মাঝেই,
চির বিলীন হতে চাই।
------০------