লামিয়া,
আমি এক ছিঁন্নমুকুল,
অকালে ঝরে যাওয়া ফুল,উপড়ে পড়া মূল,
তোমাকে মনপ্রাণ দিয়ে ভালবেসে,
সত্যিই কি করেছি ভুল ?
যদি তাই হয়,
তবে তুমি কেন নয় ?
একাই কেন দিতে হবে, ভুলের মাশুল ?
তোমার অস্থিমজ্জায়, আমায় মিশিয়ে,
কেন এতো দুঃষহ যাতনায়,
পুড়াও ঘুসে ঘুসে ?
তুমি না সোহাগ ভরে বলেছিলে,
আমিই তোমার প্রথম ফোটা ফুল !
তবে কেন এতো বহ্নি দহনে জ্বলাও বারেবার ?
তুমি না বলেছিলে,
আমি তোমার মন বাগানের প্রথম মধুকর,
তবে কেন এতো দহন যাতনায়,
জ্বালাও জীবনভর ?
তুমি না বলেছিলে,
আমি তোমার অস্পর্শা যৌবনের,
প্রথম বসন্ত,
প্রথম আন্দোলন,
তবে কেন অল্পেই ভুলে গেলে মোরে,
ভেঙে দিলে মন ?
জানিনা তুমি কাহার ভূবনে,
জ্বলাও আলোর প্রভাত,
শশধরের প্রভা ঝরিয়ে পূর্ণ করো,
ঝিঁঝিঁ ডাকা রাত।
জানিনে,কোনসে রবির উষ্ণ প্রভায়,
বিলিয়ে নবযৌবন,
ক্ষরণ হও মোমের মতন।
আর আমার গগনে তুমি,
অস্ত রবির পাশে ঘিরে থাকা,
রক্তিম লামিয়া।
------------