মিথ্যার রাজ্যে, যেজন সত্য বলে,
সে ই সাজে মিথ্যাবাদী,
অন্যায় আর দুর্নীতির রাজ্যে,
যেজন সত্য পথে চলে,
সে ই হয় বড় অপরাধী।
শোষন বঞ্চনার অন্ধকারে,
যেজন জ্বালায় ক্ষীণ প্রদীপ,
তাকেই হতে হয় চরম দুর্নীতিবাজ,
পদে পদে মাথে পড়ে,শোষনের বাজ।
সত্যকে মিথ্যা বানানো,
যাদের মহান পেশা,
তাদের কাছে ন্যায় নিষ্ঠা,শুধুই কুয়াশা।
মুর্খের রাজ্যে যেজন বিবেক দেখায়,
সেও চরম মূর্খ,
চোরাবালির রাজ্য একদিন ভেঙেই যাবে,
যতই গড়ো দূর্গ।
যাঁরা কেবল অন্ধকার যাচে,
আলোর মূল্য কি, আছে তাদের কাছে ?
মন্দরা সদাই অন্ধ, নিজেকে ভাবে খাঁটি,
সাধুর মূল্য তাদের কাছে,
ষোল আনাই মাটি।
ইঁদুরের রাজ্যে বিড়াল যেমন,
বিড়ালের রাজ্যে কুকুর,
মানুষের রাজ্যে ভাল কুকুরও,
অহর্নিশি খায় মুগুর।
যাঁরা প্রকৃতই ন্যায় নিষ্ঠাবান,
অন্যায়ের রাজ্যে তারাই দোষী,
দুর্নীতিবাজ বড় কথা কয়ে,
আপনি থাকে খুশি।
সত্য যতই চাপা থাকুক,
অথই জলের নিচে,
একদিন তা বেড়িয়ে আসবেই,
সকল জল শুষে।
-------০--------