কেন এতো জ্বালো বিনে কাষ্ঠে অনল,
বিরহের গরম জলে,
ঝলসে দাও হৃদ ?
অপবাদের অনলে পোড়ে পোড়া করেছো ছাই,
ফেলেছো এ্যাসট্রে।
আর কতো জ্বালাবে আমায় ?
তাতেও হওনি ক্ষান্ত,
নিচিহ্নতার ঝড় তুলেছো, ভালবাসার ঘরে।
সরল বিশ্বাসকে পদে দলে,
মিশেছো অন্য মোহনায়।
ভালবাসাকে করেছো তপ্ত সাহারা,
জীবন সায়রে, বৈঠাহীন ভগ্নতরী,
বেয়ে চলেছি একাই
কিঞ্চিত সুখের অন্বেষনে।
তবুও সইলো না তোমার,
ক্ষিপ্র জ্বলোচ্ছাস হয়ে, করেছো ছিন্নভিন্ন।
আজও প্রতিবাদের আঁচড়
আঁকিনি তোমায়।
তোমার সুখের ঘরে দেবোনা বিষের অনল,
নিজেই জ্বলে জ্বলে স্তব্ধ
হয়ে যাবো।
আর কারো ভূবনে ভালবাসার ফুল ফুটিয়ে,
অমরত্বের বাসনা
নেই হৃদে।
----------০-----------