নিস্তব্ধ নিশীথে বিষম যাতনায়,
কেঁদে যায় ডাহুক,
হেসে যায় হুতোম,
ডানা ঝাঁপটায় নিশাচর।
চাতক বারি যাচে, চকোর জোছনা,
জোনাকির মিটিমিটি,
বিরহী প্রদীপ,
ঘন তিমিরে নিরবে নিভৃতে,
শিশিরের কান্না।
বিজনবনে হিংস্রের পদচারণা,
সবুজ কিশলয় শুষে খায়,
বিদ্রোহী কীট।
আমার মনের মোহনায়,
স্মৃতির মৃদু পবনে,
উড়ে চলে বিদ্রোহী বালি,
চর জেগেছে সেথায়,
লোচনের প্রান্তরে,
বহে না নির্ঝর।
আমার প্রভাত রবি আজি, অন্যপ্রান্তরে,
সেথায় জ্বালে,
আলোকিত প্রহর।
----০----