লামিয়া,
তুমি প্রমো বীণা,
প্রদীপ্ত মোহ স্বপ্নছায়া,
হৃদয়ের দামে স্বপ্ন দিয়ে কেনা।
বিবশ বিনিদ্র রজনী কাটাই,
তোমা প্রেমে আহত মন,
তুমি কাছে নেই
আপন।
দিঘীর জলে পদ্ম দুলে, ওগো প্রিয়,
সে পদ্মটি কেন হাসে গো বুঝে নিও।
মনে যদি যাচে তো, বাঁধিও কুন্তলে,
এ প্রেমো বন্ধন কভু, যেও না ভুলে।
-----০-----