এইতো সেদিন এইখানে, এ বকুল তলে,
নিবিড় নিমগ্নতায় মত্ত ছিলাম দু'জনই
একগ্রতায়।
বকুল বেধিঁর প'রে বসে, নীলাভ লোচনে,
অপলক দৃষ্টিমেখে বলেছিলে,
"আমি শুধুই তোমার"।
হৃদাসনে বসে মঞ্জু পাবক পরশে,
মত্ত ছিলেম মোরা,
পু্ষ্প বিলাসে।
ঘ্রাণাচ্ছন্ন বকুলের ডালে, পাপিয়ার তানে
ঝরেছিল অঝরে,
পু্ষ্প বৃষ্টি।
আজ বহুদিন পর সেই বকুল তলে,
পূর্বের নব কিশলয়গুলো,
জীর্ণ হয়ে ঝরেছে।
বেঁধির প'রে আজ শুকনো মরমরে পল্লব,
ম্লান হয়ে গেছে,
বকুল সৌরভ।
বকুলের ডালে জমেছে, তীর্থ কাকের বাসা,
বিষ্ঠার উৎকট দুর্গন্ধ,
সেই স্থলে !
কেন জানো ?
এথায় তুমি আর বসো না বলে।
তোমার সুখের স্বপ্নগুলো,
আঁকে আমার সর্বনাশ,
হয়ত অন্য বকুলতলে, তোমার বসবাস।
-----০-----