ওগো মোর স্বপ্ন বিলাসী প্রিয়ংবদা,
ছিঁন্নমুকুলে প্রস্ফোটিত কলি,
রিক্ত তটনীর সিক্ত জোঁয়ার,
চৌচির হৃদে নির্ঝরিণীর তরঙ্গ,
বিষাদের সায়রে পাল তোলা প্রমোদ তরী,
শুধুই তোমার ভালবাসার তরে ।
তুমি ষোড়শিনী,
তুমি মনোহরণী,
পথভ্রষ্ট লক্ষ্যচূত এ জীবনে,
তুমিই সুখের ঠিকানা।
তুমি স্বপ্ন প্রদীপ,
অস্পর্শা মধুপূর্ণ পু্ষ্প ,
দুর্ভেদ্য এ হৃদে তোমার,অবাঁধ বিচরণ
আমি মধুলোলুপ উন্মাদ ভ্রমর,
চির হতাশাগ্রস্থ ভগ্ন এ ললাটে,
তুমিই এঁকে দিলে, সুখের জয়োটীকা।
-----০----