ওহে প্রেমদা, প্রমোদ সঞ্জীবিনী,
একি মায়ার ভ্রমজালে বাঁধিলে গো মোরে,
অশান্ত দুর্মর এ হিয়া,
তোমার তরে আকুলি বিকুলি করে।
মরুময় তপ্ত রিক্ত মনপ্রান্তরে,
একি সুশীতল শিহরণ আনিলে
অন্তরে বাহিরে।
জীর্ণ হৃদয়ের মরীচীকা ঝেঁড়ে ,
একি প্রজ্জ্বলিত মধুচন্দ্রিমা উপহার দিলে ?
তিমির আচ্ছাদিত হৃদে,
অংশুমালীর জ্যোতি ফুটালে।
হৃদয়ের গহীনের অম্লতা শুষে নিয়ে,
নির্জীব স্বপ্নগুলো পেল,
প্রফুল্ল উত্তরণী
ওহে প্রমোদ সঞ্জীবিনী।
-----০-----