হৃদয় বীণার ছন্দ তুমি, তুমিই সুর তাল,
তোমার প্রেমের শরাব পিয়ে,
হয়েছি মাতাল।
তোমার তরে হৃদয় পুঁড়ে, উড়ুউড়ু মন,
তোমায় ঘিরে হৃদয় করে,
স্বপ্নের আয়োজন।
হৃদয় মাঝে সদাই ভাসে, তোমার রূপের ছায়া,
তাই বুঝি তোমার তরে,
সিন্ধুসম মায়া।
একটি ফুল তুলতে গিয়ে,শত আঘাত খেয়েছি,
এই তো আমার পরম পাওয়া,
তোমায় কাছে পেয়েছি।
তুমি বিনে এ জীবন,সুবাস বিহীন ফুল,
হারাও যদি দূর অজানায়,
ঝরিবে মুকুল।
তোমার চোখের স্বপ্ন নিয়ে, সাজাই বসুন্ধরা,
তুমিই আমার মন সায়রে,
সুখ স্বপ্নের ধারা।
তোমার আঁখি মেললে পরে, পাই জীবনের আলো,
অন্ধকারে হারিয়ে যাব,
যদি আমায় ভুলো।
হৃদে অগাধ স্বপ্নবুনে, তোমায় বাসি ভালো,
তোমার চলায় আমি চলি,
যদি তুমি চলো।
তোমার মাঝেই বন্ধু আমার, অবাঁধ বিচরণ,
পাশে পাশেই থেকো বন্ধু,
তুমি আজীবন।
পৃথিবীর সব ভালবাসায়, সাজাবো ভূবণ,
সুখ স্বপ্নে ভরে যাবে,
সুন্দর এ ভূবণ।
লক্ষ কোটি ফুলের মাঝে, তুমিই গোলাপ রানী,
এ ধরাতে আমার তুমি,
শুধুই তা জানি।
দুঃখ যাতনা ভুলে যাই, হেরিলে চাঁদ বদন,
তুমি যে আমার হারিয়ে পাওয়া,
শত সাধনার ধন।
তোমার প্রমো সুবাস পিয়ে, বেঁচে থাকার আশা,
তুমি যে আমার প্রথম স্বপ্ন,
প্রথম ভালবাসা।
যদি বন্ধু হারিয়ে যাই, চিরদিনের তরে,
স্মৃতিটুকু রেখে দিও,
একটু যতন করে।
তোমায় ঘিরে শত রঙে, সাজাই এ ভূবণ,
তুমি যে আমার জীবন প্রদীপ,
জীবনের জীবন।
-------০-------