ভুলে যেতে চাও যদি, ভুলেই তবে যেও,
আমাকে তোমার হতে,
পর করে নিও।
আমারো দুখে তুমি, নাহি হলে দুখী,
তুমি সুখি হলেই তবে,
আমি হব সুখি।
নিঃসঙ্গ পথিক আমি,পথ চলি একা,
চলতে চলতে যদি,
কভু হয় দেখা,
কাঁজল আঁকা আঁড়চোখ, ফিরিয়ে নিও,
পিছুটানা মধু স্মৃতি,
উড়িয়ে দিও,
আমাকে তোমার হতে, পর করে নিও।
জীর্ণতায় গড়া এক ছিন্নমুকুল আমি,
যতটুকু ভালবাসি,
প্রাণের চেয়েও দামী,
ভুলে যেও মোর স্মৃতি অন্য সুরে সুরে,
সাজিয়ে নিও তোমার ভূবণ,
নব পুষ্পে ভরে।
প্রতিদান চাইব না, সুখ দিয়েছি যত,
সুখি হলে, করে যাও,
ক্ষত বিক্ষত।
নূতন প্রভায় ভরে নিও, তোমার আলয়,
চেপে রেখে দিবো বুকের,
বিরহী প্রলয়।
ফুলের সুবাস নাহি দিলে, কাঁটার আঁচড় দিও,
আমাকে তোমার হতে,
পর করে নিও।
যত খুশি ব্যথা দাও,ভেঙে দাও মন,
জীবনের শেষ প্রান্তেও,
তোমায় প্রয়োজন,
এ ভূবনে তুমি, নাহি ফুটালে ফুল,
অন্য ভূবনে যেন,
নাহি ভাঙো কূল।
অন্য ফুলে তুমি বেঁধে নিও চুল,
প্রতিক্ষায় রবো তবু,
ভাঙে যদি ভুল।
শমন ঝড়ে যদি ঝরে যাই প্রিয়,
সমাধির পাশে এসে,
একটু বসিও।
আঁখি যদি ভরে যায় ভালবাসার নীরে,
মুছতে তব আঁখিজল,
আসবো সেদিন ফিরে।।
-------------০-------------