মিলে গেছে জীবনের হিসেব,
দুখের সনে হয়েছে
আমরণ সন্ধি,
সুখ গুলো আজ সবই হলো,
অপবাদের কারাগারে
চির বন্দী।
সুখের জল ভেবে পান করেছি,বিষাক্ত গরল,
সুখ নামে সবই
মোহ মহাছল।
তিলে তিলে গড়া স্বপ্ন অদ্রী,
মাড়িয়ে চুড়িয়ে গুড়িয়ে গেছে কেউ,
এখন এ উত্তাল বুকে শুধুই
কূল ভাঙা ঢেউ।
নারী গাড়ি অর্থ কড়ি, সবই থুঁথুঁ দিলেম
পুঁড়াবনে পুঁড়ামনের
ছাঁই মাখিয়ে নিলেম।
অবশেষে বুঝে গেছি, অবনী যাতনাময়,
বৈরাগীতে কি সুখ
পাইতে বাঞ্ছা লয়।
------০------