--- বড় বাবু,
      গরীবের তরে রিলিফ এসেছে !
             কোথায় রাখবো ?
---রাখবি মানে ?
    পরে কি পাবি ?
      লয়ে যা ভাগ ভাটুরা করে,
       সিংহভাগটা রেখে দিস,
         আমার তরে ।
--- কিন্তু বড়বাবু,
     গরীব ?
--- ও গুলো আসে গরীবের নামেই,
     কিন্তু আমাদের
      তরে,
আর গরীব মরে অনাহারে।

          -----০----