আমি পথের ধারে ফোটা জীর্ণ ভাঁটফুল,
পথের ধূলি মেখে ফুটে থাকি অবজ্ঞায় সুগন্ধহীন,
প্রতি বসন্তেই হই অবহেলিত,
অবাঞ্ছিত ঘৃণার পাত্র।
ভাঁটফুলের সাদা পাপড়ির মত সাদামাটা,
আমার জীবন।
অজপাড়া গাঁয়ের কাদামাটি পথের ধারে,
বিল হাওরের কিনারে,
বাঁশের ঝাড়ে, দীঘি পাড়ে,
খুঁজে পাবে আমায়।
আমি যেতে পারি না, তোমাদের সভ্য সমাজে,
প্রেমের প্রতীক হয়ে কারো হাতে,
অথবা পু্ষ্প স্তবক হয়ে শহীদ মিনারে।
সেথায় জাঁকজমকতার বাহাড়, নামী দামী হস্তে,
নামী দামী ফুল।
আমি তো ওদের মত নই,
আমার তো নেই নাম দাম যশ,
হাইওয়ের ধারে, এ্যাভিনিউয়ের মোড়ে,
কোথাও পাবে না আমায়।,
তবুও প্রতি ফাগুনে একবার ফোটি
গোলাপ, পলাশ,কৃষ্ণচূঁড়ার সাথে,
আমিও যাই শহীদ মিনারে, নিরবে নিভৃতে,
জাঁকজমকতা আর কৃত্রিমতা নিয়ে নয়,
অজপাড়া গাঁয়ের অবহেলিত,
পবিত্র চেতনা নিয়ে।
-----০-----