শ্রাবণো বরষার দিনে,ঘন মেঘ ক্ষণে ক্ষণে,
ঝরিয়ে যায় এক পসরা বৃষ্টি,
বতায়নের পাশে, শুভ্র কাঁশফুল নাচে,
হঠাৎ আনমনে,
তাকাই উঠোন কোণে,
কিযে অপরূপ সৃষ্টি !
সাঁঝের এ বেলায়,অপুরূপ খেলায়,
মেতেছে গগণ,
ক্ষণে ক্ষণে বয়ে যায়, দখিনা পবন।
একি ! দেখি রংধনু উঠেছে পূর্বাকাশে,
হলুদ রং লেগেছে দূর্বাঘাসে।
সত্যিই কি তাই ?
সহসা আনমনে চেয়ে দেখি সেই
অপরূপ শোভা,
দিনমনি ক্ষীণভাবে, বিকিয়েছে প্রভা।
কাঁচা হলুদ রং মাখা, পুরো গগণ জুড়ে,
শুভ্র শুভ্র মেঘরাশি,
হলুদ রঙে উড়ে।
কাঁশফুল ঘাসফুল,
ছিল যত বাঁশফুল,
সবার মুখেই দেখি হলুদ মাখামাখি,
হলুদ রং ছুঁয়ে আছে,
বৃক্ষলতা পাখি।
কেন এমন হলো গো, আহা মরি মরি,
কিসের তরে গগণজুড়ে,
হলুদ ছড়াছড়ি ?
গগণ একটু বিজলী হেসে,
বলে গেল অবশেষে,
"এখনও শুনো নি তুমি"?
তোমার তরে প্রহর গুনা,অভীমানী প্রেয়সী,
আজকে যে তাঁর গায়ে হলুদ,
তাই তো সেজেছি।
---০----