আমি রাতে ঝরা, প্রাতে দলা শিউলী
      আঁধারের আগুন্তক এক,
        পথের ধারের অবাঞ্ছিত
                 ভাঁটফুল,
    প্রকৃতি ভেজানো শিশির কণা,
              তপনের দহনে
                      নির্মূল।
সময়ের গাঙচিল ছুঁ মেরে চিঁড়ে খায়,
          ক্ষণপ্রভা সুখগুলি,
    ছেঁড়া আকাশে খেলা করে,
              দুঃস্বপ্নের ধূলি।
অকাল বরষায় ভিজি দিবা নিশী,
       সুখগুলো হেসে যায়,
           ডুমুরের হাসি।
আমি যেন ধানের ক্ষেতে আগাছার
                নগ্ন ফুল,
       অপদার্থ ছিন্নমুকুল।
    রৌদ্রদগ্ধ কৃষকের মৌন ব্যথা,
                আমি বুঝে গেছি,
আমায় দিয়ে হবেনা কভু, সার্থক স্বপ্নের
                    মাল্য গাঁথা।
          -----০-----