যেদিন যমদূত আসবে আমায় নিতে,
ক্লান্ত তনু এলিয়ে সেদিন,
কালের কাঁজল মাখবো চোখে।
হয়ত সেদিন একনজরে,
আসবে সবে দেখতে মোরে।
নয়ত একাই থাকবো পড়ে,
লোকান্তরের কাল নিপাতে,
মহাতন্দ্রা গ্রাস করবে,জাগ্রত দু'আঁখি পাতে।
আপন দেশে চলবো আমি,
স্বজনের চোখে পানি,
শ্বেত বসনে জড়িয়ে দিবে নিথর তনুখানি।
হয়ত বা ক্রন্দনরোলে থাকবে মাখামাখি,
নয়ত বা মিশবো একাই,
জড়িয়ে বঙ্গ খাকি।
ফুটবে না'ক নয়ন রবি,কভু এ অবনী প্রাতে,
সঙ্গী বিহীন চলবো একাই,
কালের জীর্ণ পথে,
যেদিন যমদূত আসবে আমায় নিতে।
-------০-------