আঁধার হতেই গমন মোর, আঁধারেই প্রত্যাবর্তন,
ধরার পরে,ক্ষণিক তরে,
কাঁটিয়ে গেলাম ক্ষণ।
মহাকাল হতে উত্থান মোর,মহাকালেই পতন,
ক্ষণিক তরে, কতজনই
হলো কত আপন।
যে জলে এসেছি ভেসে,সে জলেই যাবভাসি,
এ দ্বীপে ক্ষণিক বিশ্রামে,
কত কান্না কত হাসি।
মহাস্রোতের নীরদ হতে আনলো যাঁরা ধরে,
তাঁদের ভুলি কেমন করে,
এ মর্তপুরে।
মায়ার লতায় জড়িয়েছে মোরে,
এ দ্বীপের তীরে।
তবুও শমন, করিবে দমন,
মহাকালের ঘোরে।
তবুও হায় ! কিঞ্চিত কর্ম রেখে যেতে চাই,
এ অবনীপুরে,
হয়ত ধরে রাখিও তা, যতনো করে,
নয়ত জলাঞ্জলী দিও,
মহাকালের ঘোরে।
-----------------০---------------