লামিয়া,
আজ বড্ড মনে পড়ছে তোমায়,
মনে পড়ছে তোমার পাথর মনের ভালবাসা।
তোমার পাথর মনেই ফুটিয়েছিলাম,
ভালবাসার রক্ত গোলাপ,
তুমিও মত্ত ছিলে ক্ষণিক সুখে।
পাথর গড়িয়ে পিষে গেছো,
রক্ত গোলাপ।
আজ সেথায় নেই আর কোন গোলাপ,
শুধুই রক্ত
আর উম্মাদ প্রলাপ।
আজ জীবন যুদ্ধে থেমে গেছি,
হেরেই গেছি আমি।
সেই রক্তমাখা বুকেই বাসা বেঁধেছে এক,
নারী রূপী কেউটে,
যেজন বিষিয়ে তুলেছে মোর,
অবশিষ্ট অস্তিত্ব।
তবে বিশ্বাস বলে সতিই কিছু নেই ?
ভালবাসা বলেও কিছু নেই ?
নারীত্বের মাঝে শুধুই বিষাক্ত গরল ?
আজ জেনে গেছি আমি,
জীবন নাশের বিষাক্ত হেমলক,
নারীর ভালবাসা।
-------০-------