যাকে ছুঁড়ে ফেলেছো নর্দমায়,
তাকে তুলে এনে আর,
বাঁধতে এসো না খোঁপায়।
সে যে এখন নির্বাক নিরুপায়,
উসন্ন পাঁপড়ি সেথায়, বিষ বায়ূবয়।
সে তো আপনে খসে যায়নি,
তোমার কুন্তলে জড়িয়ে ছড়াতো,
পরিমল পবনি।
তুমিই ছুঁড়েছো তা, আপন অহংবোধে,
ভেঙেছো পাঁপড়ি নিঠুরে অপবাদে।
------------০-----------