লামিয়া,
তোমার তরে,অভিমানে অভিমানে,
বকুল বেদী ভেঙে গেছে,চৌচির হয়ে ধসে,
গেছে সিমেন্ট,
চারিধার ভগ্ন আর স্যাঁতস্যাঁতে ছত্রাক,
নির্জীব মলিন পত্র পল্লব।
যেথায় নিয়তই, তোমার নিতম্বের পরস পেতো,
সেথায় আজ ভয়ংকর
পতঙ্গের বাস।
কতদিন হল কপোতী হয়ে বসো না
বকুলের ডালে,
আজ সেথায়, দুজনার মুখোমুখি !
আষাঢ়ের বাদল ঝরা
এ সন্ধ্যায়।
শ্রবনি বকুল বেদীর ক্রন্দন,
সে যে অবয়ব আমার মন।
তোমার হৃদ তটনীর তীরে, গড়েছিলুম,
ভালবাসার শিশমহল,
উগ্র ঊর্মির প্রবল স্রোতে, ধসে দিয়েছো
পাড়,
ধসে দিয়েছো স্বপ্ন,
হেসেই চলেছো তুমি, আর ভেসেই চলেছি,
এই আমি।
-------------০---------