একরাশ গাঢ় অভিমান, জমে আছে
প্রিয়ার কোমল ঠোঁটে,
চোখে
মুখে।
কাল বোশাখের গাঢ় মেঘপুঞ্জ,
অভিমানী জলকণা,
জমেছে চন্দ্রবদনে।
অমাবস্যার নিশা, শ্বেত বদনে,
নোঙর ছেঁড়া নায়ের
কদর্য তলা,
চুঁয়ে যায় উত্তাল সরিৎ প্রবাহ,
মুছে যায় জমাট
শ্যাওলা।
তবু্ও মুছে না, তলায় লেপ্টানো
কালিমা খানি,
জানি তুমি,
বড়ই অভিমানী।
কালমেঘের ফাঁকে উঁকি দেয় তবুও,
ভাবনার মিষ্টি শিখা,
বারিঝরে মুছে যাবে, মনের গগন।
স্মৃতির মোহনায় জমেছে
অভিমানের ফেনিল ফসিল।
গহীন অরণ্যে নিস্তব্ধ অমাবস্যা,
হারানোর শঙ্কাংশ,,
স্মৃতির অসহ্য বজ্রপাত
বৃষ্টির প্রতীক্ষায়।
ঝরুক বরষা, কাটুক ম্লান,
আমিও এসেছি,
ভাঙাতে অভিমান।

যবণিকা