সারাদিন ক্লান্তিহীন,অন্তহীন চলা,
ডানায় ভর করে, মুক্ত কথা বলা,
অজানা পন্থ পাড়ি দিয়ে
আহার আহরণিয়ে,
ক্লান্ত বিকেলে, মুক্ত মনে
করে ডাকাডাকি,
ওরা স্বাধীন পবনের, মুক্ত মনা,
দুরন্ত পাখি।
ওরা নহে নিঃসঙ্গ আমার মত,
বাঁশের ঝাড়ে বাসা আছে
সঙ্গী আছে, বাঁচা আছে,
খড় কুটোর
দালান আছে।
কেউ অনাড়ি, কেউ বা কারিগরী,
কেউ নিঃসঙ্গতায় কাঁদে, ভর দুপুরে,
কেউ ছুঁ মেরে মৎস ধরে,
তটনীর তীরে।
প্রভাতের শিশির মেখে, কেউ শিস দেয়,
কেউ বা মধুর সুরে ঘুম ভেঙ্গে দেয়,
ওরা অলস নয়,
ওরা ডানার পবনে
উড়ায় পরাজয়।
কেউ কারিগরী, কেউ বা বিলাসী অন্যের ঘর,
ওরা স্বার্থের ধরায় নিঃস্বার্থ,
বিষাদ বিদায়ী, নির্ভেজাল অঙ্গ,
ওরা বাংলার মুক্ত বিহঙ্গ।


যবণিকা