মেদিনীর এ জীর্ণ ধূলি মাখা বাটে,
যতদিনই ফেলিয়াছি মোর,
নগ্ন পদ ছাপ,
যতদিনই খেলিয়াছি ধূলি ধূলি খেলা,
সবই হইবে লীন, কালের গহ্বরে,
যবে সাঙ্গ হইবে, রঙ্গ লীলা,
চলিবো লোকান্তরে।
তিল তিল করে পূর্ণ করা,
ভালবাসার স্বপ্ন ধরা,
এতো মায়া, এতো মোহ,
এতো পূ্র্ণ আশা,
ভঙ্গ হইবে, সাঙ্গ হইবে,
সকল প্রত্যাশা ।
যবে নিভে যাইবে মোর,
জীবন প্রদীপখানি ওরে,
চাহিবেনা আর কেহ মোরে,
রাখিতে ধরে, ক্ষণকালের তরে,
এ ধরার প'রে ।
মৃত্তিকার ছোট্টঘরে,রুধিয়া যতন করে,
জারি হইবে মুখে,
মিনহা খালাক নাকুম,
ওয়া ফিহা নূই দুকুম,
ওয়া মিনহা নুখরি যুকুম,
তারাতা উখরা ।
আমি চূূ্র্ণ হইবো,পচে যাইবো,
মিশে যাইবো লোকান্তরে,
ক্ষিতির পবন স্তব্ধ রইবে শুধুই,
মোর অতৃপ্ত হাহাকারে ।
যবণিকা
রচনাকালঃ ১২/০৩/২০১৪ ইং